স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান
স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পাকিস্তান
সুপার ১২ এর শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে টানা পঞ্চম জয় নিয়ে গ্রুপ- ২ এর শীর্ষস্থান দখলে রেখে সেমিতে পাকিস্তান । বৃহস্পতিবার দুবাইয়ের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাবর আজমের দল।
আজ রবিবার দুবাই এর শারজাহ স্টেডিয়ামে PAK Vs SCO খেলাটি অনুষ্ঠিত হয় । সুপার ১২ এর শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে পাকিস্তান। বাবর আজম ও শোয়েব মালিকের ব্যাটিং তান্ডবে সহজ জয় তুলে নেয় পাকিস্তান ।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক বাবর আজম। ব্যাটিংয়ে নেমে সূচনাটা ভালো করেছিল দুই ওপেনার মোহাম্মদ রেজওয়ান ও বাবর আজম । দলীয় ৩৫ ও ৫৯ রানে রেজওয়ান ও ফাখার জামান এর উইকেট হারালেও রানের চাকা সচল রাখে বাবার ও অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ । ৩২ বলে ৫৩ রানের জুটি গড়েন তারা। ৪টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয় মোহাম্মদ ।
মোহাম্মদ হাফিজের আউটের পর মাঠে নামেন শোয়েব মালিক । মাঠে নেবেই ব্যাটিং তান্ডব শুরু করেন এই অলরাউন্ডার। শারজার মাঠে তার চার-ছক্কার বৃষ্টিতে (ICC T20 World Cup 2021) দ্রুততম ফিফটি তুলে ফেলেন তিনি।
৪৭ বলে ৬৬ রান করে বাবর আজম আউট হলে মালিকে শুধুই সঙ্গ দিতে মাঠে আসে আসিফ আলি।
শোয়েব মালিক এর ব্যাটিং ঝড়ে মাত্র ১৮ বলে ১টি চার ও ছয়টি ছক্কা হাকিয়ে ৫৪ রান যোগ করলে পাকিস্তানের মোট সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান।
স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পাকিস্তান
জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে মাঠে নেমে পাকিস্তানি বোলিং আক্রমণে ২০ ওভারে ৬টি উইকেট হারিয়ে ১১১ রানেই থেমে যায় স্কটল্যান্ড। ৩৭ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কায় ৫৪ রান করে অপরাজিত থাকেন রিচি বেরিংটন।
টানা পঞ্চম জয়ে গ্রুপ -২ চ্যাম্পিয়ান হিসাবে সেমিফাইনালে কোয়ালিফাই করল পাকিস্তান । সেমিতে এখন পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, সেমি ফাইনালে নিউজিল্যান্ড।
সুপার-১২ এর অন্য ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমিতে কোয়ালিফাই করেছে নিউজিল্যান্ড। যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নিতে হলো ভারতকে । ভারতীয় দর্শন ক্রিকেট সমর্থকরা আজ তাকিয়েছিল আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচের দিকে। কারণ আজ আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে পারলেই বিশ্বকাপে ভারতের টিকে থাকার সম্ভাবনা ছিল।
কিন্তু ভারতীয় সমর্থকদের হতাশ করে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার দুবাই স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচের নিউজিল্যান্ডের ও ইংল্যান্ড মুখোমুখি হবে।