সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড করল পাকিস্তান
সবাইকে পেছনে ফেলে এক বছরে সর্বোচ্চ ম্যাচের রেকর্ড গড়লো পাকিস্তান । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের মাধ্যমে, এই রেকর্ড নিজেদের দখলে করে নিল বাবর আজমের দল ।
ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে করে তিনটি ম্যাচ খেলার জন্য পাকিস্তান সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
করাচির ন্যাশনাল স্টুডিয়ামে (PAK VS WI) প্রথম টি-২০ ম্যাচে ৬৩ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে পাকিস্তান । (PAK VS WI) দ্বিতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ রানে হারিয়ে ২/০ লিড নিয়েছে পাকিস্তান ।
এই জয়ের মধ্য দিয়ে চলতি বছরে এই নিয়ে মোট ১৯ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় তুলে নিল পাকিস্তান ক্রিকেট দল।
এক-বছরে এত সংখ্যক ম্যাচে জিততে পারেনি আর কোন দল । ১৯ জয়ের মধ্য দিয়ে এক বছরে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের নামে করে নিল পাকিস্তান । এ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে পাকিস্তা্নের চিরপ্রতিদ্বন্দ্বী ও ক্রিকেটের আর এক পরাশক্তি ভারত।
তৃতীয় অবস্থানে রয়েছেন ICC সহযোগী দল উগান্ডা। অবশ্যই এর আগেও ২০১৮ সালে সর্বোচ্চ ১৭ ম্যাচ জয়ের রেকর্ড ছিল পাকিস্তানের ।
PAK VS WI 3rd T20 Live Match
Harnaaz Sandhu Miss Universe -২১ বছর পর ফের মিস ইউনিভার্স ভারতের হরনাজ সান্ধু – BDNEWS24
বিরাট কোহলিকে টপকিয়ে বিশ্ব সেরা ব্যাটসম্যান এখন বাবর আজম – 24LiveNews
Pak vs WI 3rd T-20 – সিরিজের শেষ ম্যাচের খেলা আগামীকাল করাচির ন্যাশনাল স্টেডিয়াম এ অনুষ্ঠিত হবে ।
টানা দুই জয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছে পাকিস্তান । জয়ের ধারা অব্যাহত রাখতে ম্যাচটিকে গুরুত্বের সাথে দেখছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ।
অন্যদিকে মর্যাদার লড়াইয়ে টিকে থাকতে কাল নিজেদের সর্বোচ্চটা ঢেলে দেবে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ।
Getting all BD newspaper Bangla & breaking news 24 live in Bangla/বাংলা on 24 live News BD.