১০টি বাছাইকৃত সুন্দর ও সহজ মেহেদীর ডিজাইন শিখে নিন
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মেহেদির প্রচলন শুরু হলেও বর্তমানে মেহেদির লাগানো সামাজিক ও সাংস্কৃতিক প্রথা হিসেবে পরিচয় লাভ করেছে । আদিমকালে মানুষ রূপচর্চা ও সাজসজ্জার জন্য পরিবেশ থেকে প্রদত্ত উপাদানের ব্যবহার করে আসছে । যার মধ্যে মেহেদীর ব্যবহার অন্যতম ।
ইতিহাসবিদদের মতে সর্বপ্রথম মেহেদী ব্যবহার উত্তর আফ্রিকায় করা হয়েছে বলে ধারণা করা হয় । আজ থেকে প্রায় ৯০০০ বছর আগে প্রচন্ড গরম থেকে বাঁচতে মরু অঞ্চলের লোকজন শরীরে মেহেদীর প্রলেপ লাগিয়ে নিজেদের ঠাণ্ডা রাখত বলেও জানা যায়।
Former FDA chief Scott Gottlieb breaks down report on promising new Covid-19 steroid treatment super p force online long pharma and underweight financials as a theme can last for long: sandeep tandon
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর সময়ও মেহেদীর প্রচলন ছিল । সেসময় মেহেদী শুধু নকশা ডিজাইন নয় বরং মানুষের চুল ও দাড়ি তে কলপের বিকল্প হিসেবে ব্যবহার করা হতো ।
ইসলাম,খ্রিষ্টান,হিন্দু ,বৌদ্ধ সহ প্রায় সকল ধর্মেই মেহেদির পবিত্রতা ও ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। আর বর্তমান সমাজে এই প্রথা সামাজিক ও সাংস্কৃতিক ভাবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ব্যাপক পরিমাণে মেহেদির ব্যবহার করা হয় ।
আমাদের সমাজে মেহেদির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ তা বিয়ে,ঈদ-পূজা, বৈশাখ ও নববর্ষের অনুষ্ঠানে সময় ধারণা করা যায় । এই সময় গুলোতে মেহেদির ব্যবহার ছাড়া যেন পরিপূর্ণতা আসেই না মানুষের। তাই আগের থেকে এখন মেহেদির ব্যবহার বৃদ্ধি পেয়েছে বহুগুণে ।
চাহিদা ও সময়ের পরিবর্তনে এর ডিজাইনেও এসেছে ভিন্নতা । আগে মানুষ হাতের তালু ও আঙ্গুলে বৃত্তাকার করে লাগিয়ে রাখত। কিন্তু এখন মেহেদির ব্যাবহার হাতের-তালু থেকে বেরিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে পৌছে গেছে । শুধু তাই নয় সামাজিক অনুষ্ঠানগুলো অনুযায়ী মেহেদীর ডিজাইনের ও হয়েছে পরিবর্তন।
যেমন: বিয়ের মেহেদি ডিজাইন এক রকম আবার ঈদের মেহেদি,পূজা বা নববর্ষের মতো অনুষ্ঠানের জন্য ডিজাইনের রয়েছে ভিন্নতা
সহজ মেহেদীর ডিজাইন ছবি ২০২১ ( Mehedi Design Pic )
হাতের সহজ মেহেদি ডিজাইনের ছবি
বিয়ের মেহেদি ডিজাইন ২০২২
নতুন মেহেদির ডিজাইন ( New Mehedi Designs )
বিয়ের মেহেদী ডিজাইন ২০২১ ছবি
হাতের সহজ মেহেদীর ডিজাইন – মেহেদি ডিজাইন ২০২১
বিপিন রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্তের কারণ কী ছিল ? জানুন বিস্তারিত
Getting all BD newspaper Bangla & breaking news 24 live in Bangla/বাংলা on 24 live News BD.বাংলাদেশ সহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন ২৪ লাইভ নিউজ বিডি ।