ছোট বাচ্চাদের বা বন্ধু-বান্ধবের মাঝে অনেক সময় আনন্দ দেওয়ার জন্য খেলাধুলা অথবা গল্পগুজব করতে
হয় । আর সেই খেলার মাঝে যদি, একটু বুদ্ধির লড়াই হয় তবে মন্দ কিসে । মনকে আনন্দ দেওয়ার জন্য তাই আজ বুদ্ধির খেলা হিসেবে ১৫টি বাছাইকৃত বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ এনেছি । আশা করি সবার ভালো লাগবে।
মজার ধাঁধা ও ধাঁধার উত্তর
১. কাঁচাতে সেই ফল সর্বজনে খায়, পাকলে সেই ফল গড়াগড়ি যায়।
উত্তরঃ ডুমুর ।
২. লাল টুকটুক ছোটমামা, গায়ে পড়ে অনেক জামা ?
উত্তরঃ পেঁয়াজ ।
৩. হাত আছে ,পা নেই বুক তার ফাটা, মানুষকে গিলে খায় নাই তার মাথা
উত্তর: শার্ট ।
৪. জলের মাঝে জন্ম হলো, দুই অক্ষরের প্রাণী শেষের অক্ষর ছেড়ে দিলে হয় মহারানী ?
উত্তরঃ মাছ ।
৫. চটপট বলে ফেলো, ঝাল কোন দেশ ?
উত্তরঃ শ্রীলংকা
৬. কোন জামা গায়ে দেয়া যায় না ?
উত্তরঃ পায়জামা
৭. ব্যবহার করার জন্য কোন জিনিসকে ভাঙতে হয় ?
উত্তরঃ ডিম ।
৮. হাজার বছরের পুরনো হলেও বয়স তার এক মাস/ মাথার উপরে জিনিসটার বসবাস ?
উত্তরঃ চাঁদ ।
৯. একটি নির্দিষ্ট জায়গায় বসে বিশ্বের সব স্থানে ভ্রমণ করে কে ?
উত্তরঃ ডাকটিকিট ।
১০. মায়ের গর্ভে থাকিয়া সে, মায়ের মাংস খায় । মাটিতে পড়িয়া সে আট পায়ে দাঁড়ায় ?
উত্তরঃ মাকড়সা ।
১১. জিনিসটি এমনই গুন/টাকা করে দেয় দ্বিগুণ ?
উত্তরঃ আয়নার সামনে টাকা ধরুন।
১২. অজগরের মতো এঁকেবেঁকে চলে, চুরমার করে পথে কিছু পেলে ?
উত্তরঃ নদী ।
Infinix Note 11 Pro Mobile Full Details
১৩. কোন চা মানুষের বসতে কাজে লাগে ?
উত্তরঃ মাচা ।
১৪. পানিতে জন্ম যার, সবার ঘরে থাকে । পানির ছোঁয়া পেলে সেই আবার মরে ?
উত্তরঃ লবণ ।
১৫. আম নয়, জাম নয়, গাছে নহে ফলে তবুও সবাই তারে ফল নামে ডাকে কি তা ?
উত্তরঃ পরীক্ষার ফল।
১৫টি মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ
Getting BD News live, Breaking news bd, Online Bangla News on 24livenewsbd। Get BD News 24,Politics,Business,Crime, Job news, bd result, sports news & more.