বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (BRTC ) ২০২২ নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন । আধুনিক ও নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য বিআরটিসি সময় সময় নতুন জনবল নিয়োগ দিয়ে আসছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন BRTC ১ টি শূন্য পদে মোট ২০০ জন নিয়োগ দেবে। উক্ত পদে চাকরির জন্য সকল জেলার লোক আবেদন করতে পারবেন । আগ্রহী প্রার্থীদের চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে ।
Job Circular 2022 বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (BRTC) নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরির জন্য আবেদনকৃত পদের নাম | কাউন্টারম্যান/কন্ডাক্টর । |
মোট পদ সংখ্যা | ২০০ জন । |
শিক্ষাগত যোগ্যতা | এএসসি পাশ । |
বেতন স্কেল | ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা। |
আবেদনের সময় শুরু | ১৩ জানুয়ারি ২০২২ তারিখ সকাল ১০:০০ টা । |
আবেদনের শেষ সময় | ০৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত । |
আবেদন করার পদ্ধতি – অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা – ক্লিক করুন ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২২
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন ( BRTC) চাকরি বাংলাদেশের সেরা চাকরি গুলোর মধ্যে অন্যতম । বাংলাদেশে অনেক বেকার যুবক যাদের এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট রয়েছে তারা অনেক সময় অনলাইনে চাকরির জন্য সন্ধান করেন। বিআরটিসি’র কাউন্টারম্যান হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সত্যি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ ।
বিআরটিসি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2022
যেহেতু শূন্য এই ১টি পদে ২০০ জন লোক নিয়োগ দেওয়া হবে , তাই এই পদের জন্য আবেদন করে চাকরির সম্ভাবনা একটু বেশি থাকবে । বাংলাদেশের সকল জেলার মানুষ যাদের এসএসসি পাস সার্টিফিকেট হয়েছে তারা খুব সহজেই অনলাইনে চাকরির জন্য আবেদন করতে পারবেন । অনলাইনে আবেদনের জন্য ফি বাবদ – ১৫০ টাকা জমা দিতে হবে । Bangladesh road transport corporation (BRTC) http://brtc.gov.bd/ অফিশিয়াল ওয়েবসাইট থেকে চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করতে পারবেন ।
অন্যান্য খবর দেখুন – News BD 24 Live
-
Job Circular 2022 – বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Railway ।
-
সহজ মেহেদী ডিজাইন,নতুন মেহেদী ডিজাইনের ছবি 2022 ।