ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার মো. ইসমাইলের(২১) বিরুদ্ধে। অভিযুক্ত ধর্ষক উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের দিঘালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বিজয়ী বিএনপি কাউন্সিলরকে হত্যা দুর্ভাগ্যজনক ইসি সচিব
আজ রবিবার সকালে ওই ছাত্রীকে উদ্ধার করা হলে থানায় অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ বলছে, গত ১০ জানুয়ারি ইসমাইল মিয়া বিয়ের প্রলোভনে প্রতিবেশী নবম শ্রেণির ওই ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ইসমাইল বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে আঠারোবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার কথা মতো মায়ের কাছ থকে লিখিত অভিযোগ নিয়ে মামলা রেকর্ডভুক্ত করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।