নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে টানা তৃতীয় জয় পেল সেলিনা হায়াৎ আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশ নির্বাচনের মেয়র পদে টানা তৃতীয়বারের মতো জয় পেল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার কে ৬৬,০০০ হাজারের বেশি ভোটে হারিয়ে টানা তৃতীয় মেয়াদে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হলেন আইভী।
টানটান উত্তেজনার মাঝে ১৬ই জানুয়ারি সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয় । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণ করা হয় বলে ভোটের কাস্টিং অনেক ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ তোলেন অনেক স্থানীয় জনগণ।
নির্বাচনে নৌকা প্রতীকে সেলিনা হায়াৎ আইভীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
ভোটের আগে আইভী ও তৈমুর দুজনেই ভোটের মাঠ দখলে রাখার জন্য ব্যাপক প্রচারণা চালায়।অভিযোগ পাল্টা অভিযোগে মাঠ গরম করে রাখেন দুজনেই।
নানা গুঞ্জনের পর রোববার কোন প্রকার সহিংসতা ছাড়াই সুস্থ পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। উৎসাহ উদ্দীপনার মাঝে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটে মহিলা ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। উভয় দলের কর্মী সমর্থকদের মাঝেই নিজ নিজ প্রার্থীদের জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী লক্ষ্য করা যায় ।
ঠিক দুপুরের পরপরই বেলা ৩ টা ৩৫ মিনিটে আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান। রিক্সা চড়ে ভোট দিতে আসেন তিনি,ভোট দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি তিনি।
কাকে ভোট দিয়েছেন ? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শামীম ওসমান বলেন “আমি শেখ হাসিনার সোলজার।আমি কোন প্রার্থী নয় প্রতীকে ভোট দিয়েছি”।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে,বলেও আশাবাদী বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে টানা তৃতীয় জয় পেল সেলিনা হায়াৎ আইভী
সন্ধ্যার পর জেলা প্রশাসক কার্যালয়ের দপ্তর থেকে ভোটের ফল ঘোষণা করা শুরু হয়।মধ্যরাত পর্যন্ত চলে ভোট গণনা।সর্বমোট ১৯২ টি কেন্দ্রের ভোট গণনা শেষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী সেলিনা হায়াৎ আইভী তার নিকটতম প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার কে ৬৬,৫৩৫ ভোটে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত বলে ঘোষনা করা হয়।
আওয়ামী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী মোট ভোট পেয়েছেন ১৫৯,০৬৬ অন্যদিকে তৈমুর আলম খন্দকার মোট ৯২,৫৬২ ভোট পেয়েছেন বলে জানা যায়।
অন্য মেয়র প্রার্থীদের মাঝে হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাসুম বিল্লা পান ২৩,৯২৭ ভোট।
কাকা’কে সঙ্গে নিয়েই চলবেন আইভী
জয়ের হ্যাটট্রিক তুলে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে আসেন নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। জয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন “আমি জানতাম নারায়ণগঞ্জবাসী কখনোই আমার থেকে মুখ ফিরিয়ে নেবে না।আমি এমন কোনো কিছুই করিনি যে আমার কাছ থেকে তারা দূরে সরে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট”।
তিনি নেত্রী,দল ও সাধারন জনগনের উপর কৃতজ্ঞতা জানিয়ে বলেন “তারা আমার ওপর আস্থা রেখে ছিল বলেই এই বিজয় উপহার হিসেবে দিতে পেরেছি আমি”।
ভবিষ্যতে ঈমানের সহিত তার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন ও নারায়ণগঞ্জ সুখে-দুখে পাশে থাকতে তিনি বদ্ধপরিকর।
তার প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকার কে চাচা বলে সম্মোধন করে বলেন “আমি তো তার মেয়ের মতোই আর বাবা তো সবসময় মেয়েদের জয়ী হিসাবেই দেখতে চায়”। নারায়ণগঞ্জবাসীর উন্নয়নের জন্য তিনি অবশ্যই তার চাচার পরামর্শ ও পরিকল্পনাগুলোকে আমলে নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি।