সম্প্রতি মুক্তি পেয়েছে James Bond 007 এর No time to die 2021 মুভিটি। বেশ অনেকদিন ধরেই এই মুভিটি দর্শক মনে আলোচনার তুঙ্গে ছিল। আর তার প্রধান কারণ হিসেবে ধরা হয় James Bond 007 মুভিতে ব্যবহৃত অত্যাধুনিক সকল গাড়ি, গেজেট ও মুভির স্টার কাস্থ।
James Bond 007 (জেমস বন্ড) নামের সাথে পরিচয় নেই এমন মানুষ দুষ্কর। কারণ বন্ড সিরিজের মুভি গুলোতে প্রত্যেকটি চরিত্র কে এতটা স্বতঃস্ফূর্ত এবং মনমুগ্ধকর ভাবে তুলে ধরা হয় যা দর্শক-মনে সহজেই দাগ কেটে ফেলে। গোয়েন্দা কাহিনী, অসাধারণ বুদ্ধির মারপ্যাঁচ, মনমুগ্ধকর একশন ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখানো হয় (জেমস বন্ড) মুভিতে। তাই যুগ যুগ ধরে সিনেমা জগতে অত্যন্ত জনপ্রিয় স্থান ধরে রাখতে পেরেছে জেমস বন্ড মুভি গুলো।
No time to die 2021 জেমস বন্ড সিরিজের ২৬তম মুভি। Daniel Craig (ড্যানিয়েল ক্রেগ) এর জেমস বন্ড এজেন্ট হিসেবে এটি ষষ্ঠ এবং শেষ মুভি।
Casino Royale (2006) মুভির মধ্য দিয়ে ড্যানিয়েল ক্রেগ jamesbond007 চরিত্রে অভিনয় শুরু করে যা No time to die 2021 জেমস বন্ড এজেন্ট হিসেবে তার শেষ মুভি। Daniel Craig (ড্যানিয়েল ক্রেগ) সবচেয়ে বেশি দীর্ঘ ১৫ বছর মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
No Time To Die 2021 Movie (মুভি) HD Download
Name : No time to die 2021 Release date (মুক্তি পায়) : 30 September 2021 Budget (বাজেট): 250$ মিলিয়ন IMDB Rating : 7.6 পরিচালক : Cary Joji Fukunaga লেখকরা :নিল পুরভিস (চিত্রনাট্য লিখেছেন ),রবার্ট ওয়েড Star Cast : ড্যানিয়েল ক্রেগ, আনা আর্মসরামি ,মালেক
Story (কাহিনী)
জেমস বন্ড সক্রিয় পরিষেবা ছাড়ার পর জ্যামাইকায় শান্ত জীবন উপভোগ করছেন। সিনেমায় তার শান্তি স্বল্পস্থায়ী হয় যখন সিআইএ থেকে তার পুরানো বন্ধু ফেলিক্স লেইটার সাহায্য চাইতে আসে। অপহৃত বিজ্ঞানীকে উদ্ধার করার মিশন প্রত্যাশার চেয়ে অনেক বেশি বিশ্বাসঘাতক হয়ে উঠেছে, যা বন্ডকে বিপজ্জনক নতুন প্রযুক্তিতে সজ্জিত রহস্যময় ভিলেনের পথে নিয়ে যাচ্ছে।
No Time To Die 2021 মুভি দেখুন HD ফ্রীতে
No Time To Die সিনেমাটি আয় কত?
James bond 007 No time to die সিনেমাটি মুক্তির পরপরই বক্সঅফিসে আয়ের এর নতুন নতুন রেকর্ড করতে শুরু করেছে। সিনেমাটি তৈরিতে মোট খরচের পরিমাণ ২৫০$ মিলিয়ন ডলার। এত বিশাল বাজেটের সত্ত্বেও মাত্র ৫ দিনে ছবিটি সিনেমাটি ইনকাম করেছে ৩১৪$ মিলিয়ন ইউএস ডলার.
THR এর রিপোর্ট অনুযায়ী ২৫তম জেমস বন্ড মুভিটি মুক্তির প্রথম শনিবারই U.K ও Ireland আয় করেছে ১১৪$ মিলিয়ন ইউএস ডলার। যা আজ পর্যন্ত নির্মিত সকল জেমস বন্ড মুভি গুলোর ভিতর একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড। তাছাড়া COVID মহামারীতে যে কোন সিনেমার সর্বোচ্চ একদিনে রায়ের রেকর্ড অর্জন করেছে মুভিটি।
No Time To Die 2021 Movie Release Date
Jamesbond007 হিসেবে Daniel Craig শেষ সিনেমা No Time To Die এর এক রাজকীয় প্রিমিয়ার ২৮শে সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত হয়। রাজকীয় এ প্রিমিয়ারে Hollywood – এর বড় বড় অভিনেতা অভিনেত্রী ছাড়াও অংশ নেয় উইলিয়াম,প্রিন্স অফ ওয়েলস এবং ডাচেস অফ কর্নওয়াল ।