28 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২
মূলপাতাবিনোদনচলে গেলেন অভিনেতা শাহীন আলম

চলে গেলেন অভিনেতা শাহীন আলম

প্রচ্ছদ » বিনোদন খবর । Most Entertainment News » চলে গেলেন অভিনেতা শাহীন আলম
চলে গেলেন অভিনেতা শাহীন আলম
চিত্রনায়ক শাহীন আলম আর নেই

চলে গেলেন অভিনেতা শাহীন আলম

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

‘স্বপ্নের নায়ক’ ছবিতে অমর নায়ক সালমান শাহর সঙ্গে অভিনয় করে আলোচনায় আসা চিত্রনায়ক শাহীন আলম আর নেই। কিডনিজনিত জটিলতায় তিনি সোমবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

সোমবার (৮ মার্চ) রাত ১০:০৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শাহীন আলমের মৃত্যুর খবর 24LiveNewsBD  নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। এর আগে সন্ধ্যা তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছিলেন জায়েদ খান।

দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। চিত্রনায়ক ওমর সানী তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

চিত্রনায়ক শাহীন আলম আর নেই

চলে গেলেন অভিনেতা শাহীন আলম

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মধ্যে দিয়ে চলচ্চিত্রে কাজের সুযোগ পান শাহীন আলম।

তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। ১৯৯১ সালে ছবিটি মুক্তি পায়। এরপর আরো অনেক ছবিতে অভিনয় করেন তিনি।

পরবর্তীতে চলচ্চিত্রে অশ্লীলতার সময় অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেতা। চলচ্চিত্র ছেড়ে ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।

24livenewsbd ~ Getting all breaking and latest news 24 live in Bangla/বাংলা on 24livenewsbd.সর্বশেষ,রাজনীতি, বিশ্ব,খেলাধুলা, বিনোদন সহ আরো অনেক ফিচার।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সংযুক্ত থাকুন

16,985ভক্তমত
2,458অনুগামিবৃন্দঅনুসরণ করা
61,453গ্রাহকদেরসাবস্ক্রাইব

সর্বশেষ খবর

আরও পডুন