মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’(KGF Chapter 2 -) ২০২১ সালে।
তারই ধারাবাহিকতায় ৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে কেজিএফ: চ্যাপ্টার ২ সিনেমার টিজার প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার রাত ১০টায় হাম্বল ফিল্মসের টুইটার অ্যাকাউন্টে ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘কেজিএফ : চ্যাপ্টার ২’ টিজার প্রকাশ করা হয়।
টুইটারে টিজারের লিংক যুক্ত করে লেখা হয়, একবার একটি প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হবে! রকিং স্টার ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা।
মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত কেজিএফ চ্যাপ্টার ২ (KGF Chapter 2)
প্রথম পর্ব ‘কেজিএফ-১’ এর ধারাবাহিকতায় এর দ্বিতীয় পর্বও যে বেশ বড় ধামাকাই সৃষ্টি করবে তার ইঙ্গিত অবশ্য দিয়ে রেখেছেন।
কে.জি.এফ: চ্যাপ্টার ওয়ান হল ২০১৮ সালে প্রশান্ত নীল দ্বারা লিখিত ও পরিচালিত এবং বিজয়ী কিরাগাঁদুরের হম্বালের ফিল্মস বেনারে অধীনে তৈরি ভারতীয় কন্নড়-ভাষার পর্যায়কালের অ্যাকশন ধর্মী চলচ্চিত্র।
এটি দুই ভাগে বিভক্ত চলচ্চিত্র ধারাবাহীকের প্রথম পর্ব। প্রথম পর্বকে অনুসরণ করে কেজিএফ: চ্যাপ্টার টু নির্মিত হবে।
ছবিটি কৃষ্ণপ্পা বেয়ার “রকি”কে নিয়ে গঠিত। সে দারিদ্র্যের মধ্যে জন্মগ্রহণ করেছিল এবং ১৯৬০-এর দশকে বোম্বে (বর্তমানে মুম্বাই) এসেছিল তার মৃত মায়ের কথা অনুযায়ী ক্ষমতা এবং সম্পদের অধীকারী হতে।
সেখানে সোনার মাফিয়ার সাথে জড়িত হয়ে পড়ে এর পর সে কলার গোল্ড ফিল্ডের অত্যাচারী উত্তরাধিকারী গরুড়া’কে হত্যা করার জন্য নিযুক্ত হয়।
“রকি” হিসাবে যশ এবং গরুড়া হিসাবে রামচন্দ্র রাজু অভিনয় করেন। অনন্ত নাগ চলচ্চিত্র বর্ণনা পাশাপাশি শ্রীনদি শেঠি, ভাসিষত এন সিমা, আয়্যাপ্পা পি শর্মা ও হরিশ রায়ের সঙ্গে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।
৬৬তম জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ডে, চলচ্চিত্রটি সেরা অ্যাকশন এবং সেরা স্পেশাল ইফেক্টের জন্য ২ টি পুরষ্কার জিতেছে।
এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন যশ। এবং ২য় অধ্যায় এ বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের কান্নাডে ভাষার চলচ্চিত্রে তার অভিষেকে হবে।
প্রধান ফটোগ্রাফি ২০১৯ সালের মার্চ মাসে শুরু হয়েছিল এবং ২০২০ সালের ২৩ অক্টোবর ছবিটি প্রকাশিত হবে বলে জানা যায় কিন্তু তা করা হয় নাই।
এখন ছবিটি মুক্তি হবে ২০২১ সালে যা হিন্দি, মালায়ালাম, তামিল এবং তেলেগু ভাষায় ডাব হবে।
কেজিএফ-১’। মুক্তির পর থেকে ভারতসহ বিশ্বে ব্যাপক সাড়া ফেলে ছবিটি।
এর ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দিয়েছেন পরিচালক প্রশান্ত নীল। জানালেন আরো বড় ধামাকা আসছে শিগগিরই।
তার ভাষায়, কেজিএফ : ২ শুধু ভারত নয়, পুরো বিশ্ব কাঁপাবে।
KGF Chapter 2 – কেজিএফ: চ্যাপ্টার ২ টিজার:-
কেজিএফ: চ্যাপ্টার ২ টিজার মুক্তির সাথে সাথে নতুন রেকর্ড গড়লো । টিজার টি মুক্তির ৬ দিনে ইউটিউব এ ১৪৬ মিলিয়ন বার দেখা হয়েছে।