করোনাভাইরাস মোকাবিলায় ভারত থেকে আসছে ২০ লাখ টিকা ।
অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার এই টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে ভারত সরকার। আজ সোমবার সন্ধ্যায় সরকারের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)
এমএইচআরএ কর্তৃক অনুমোদন পাওয়ার মানে বোঝায়, ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটির ১০০ মিলিয়ন ডোজ অর্ডার করে রেখেছে যুক্তরাজ্য।
২০ জানুয়ারি দেশে ২০ লাখ টিকা আসবে
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম 24LivenewsBD বলেন, ভারত সরকার বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে।তিনি বলেন, চিঠিতে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দেওয়ার কথা বলা হয়েছে। ২০ তারিখে এই টিকা আসার কথা।